চট্টগ্রামের আনোয়ারায় মহড়া চলাকালে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে সেনা বাহিনীর এক ক্যাডেট অফিসার নিখোঁজ হয়েছেন।
সোমবার(২২ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ সেনা কর্মকর্তার নাম মো. আসিফুল (২২)। তার বাড়ী চট্টগ্রামের হালিশহর বলে জানা যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নৌবাহিনী, সেনা বাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন জানায়, শীতকালীন মহড়ায় এসে সেনা বাহিনীর ২ জন সদস্য সাঙ্গু নদীতে গোসল করতে নামলে নদীর স্রোতে আসিফুল নামে এক সদস্য তলিয়ে যায়।
ইউপি সদস্য আবদুল আজিজ জানান, শীতকালীন মহড়ায় আসা সেনা কর্মকর্তারা জানিয়েছে নিখোঁজ সেনা কর্মকর্তা সেনা বাহিনীর বিএমএ ক্যাডেট কোর্স সম্পন্ন করে মহড়ায় আসেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, শীতকালীন মহড়ায় এসে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে আসিফুল নামে এক সেনা কর্মকর্তা নদীর স্রোতে নিখোঁজ হয়। তাঁকে উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
সূত্র: দৈনিক অধিকার