রক্তে আমার আবার প্রলয় দোলা,ফাল্গুন আজ চিত্ত আত্মভোলা,আমি কি ভুলিতে পারি,একুশে ফেব্রুয়ারি।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোটা জাতী শ্রদ্ধা শ্রদ্ধা ভরে স্মরণ করবে দিনটি। চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রী বেশে বাঙালিকে সর্বদা চলার প্রেরণা জোগায় একুশ। শোক বিহ্বলতা, বেদনা আর আত্মত্যাগের অহংকারে উদ্বেলিত হওয়ার দিন ২১ ফেব্রুয়ারি। পৃথিবীর ৬ হাজার ৯০৯টি ভাষার মানুষ পালন করবে দিবসটি।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মো: মঈন আলী প্রকাশক ও সম্পাদক গ্রীনবাংলা নিউজ ।
মঈন আলী বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের একমাত্র প্রতিজ্ঞা হোক আমরা প্রকৃত বাংলা ভাষায় কথা বলব। বাংলাকে বিকৃত করে বিদেশি ভাষা ব্যবহারে কোনো স্বার্থকতা নেই। বরং বাংলাকে বাংলায় বলতে পারার মধ্যেই প্রকৃত স্বার্থকতা। এছাড়াও নাটক, সিনেমা বিশেষ করে রেডিও প্রোগ্রামের আরজেরা বাংলা ভাষার বারোটা বাজিয়ে দিচ্ছে। তাই আজকের এই দিনে আমার দাবি সর্বত্র বাংলা ভাষার সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত হোক।
তিনি আরো বলেন, এই দিনে আমি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি সকল ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।বিনম্র শ্রদ্ধা।